top of page

টোটোর ব্যাটারি বিস্ফোরণে মৃত চালক, নতুন আতঙ্ক শহরে

টোটো বিস্ফোরণে মৃত্যু হল টোটোচালকের। আজ বিকেলে ঘটনাটি ঘটেছে মালদা শহরের ঘোড়াপীড় সংলগ্ন এলাকায়। ঘটনাস্থলে পৌঁছেছে ইংরেজবাজার থানার পুলিশ। এখনও পর্যন্ত মৃতের নাম পরিচয় জানা যায়নি।


Toto's driver killed in battery explosion

আজ দুপুরে মালদা শহরের ঘোড়াপীড় এলাকায় একটি টোটো বিস্ফোরণ হয়। খণ্ড খণ্ড হয়ে যায় টোটোচালকের দেহ। রাস্তার পাশে ঝুলে থাকতে দেখা যায় টোটোচালকের হাত। গাড়ি থেকে বেশ খানিকটা দূরে ছিটকে যায় চালকের মাথা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইংরেজবাজার থানার পুলিশ। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, ওই টোটোতে কোনও বিস্ফোরক জাতীয় পদার্থ ছিল।


জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে টোটোর ব্যাটারি বিস্ফোরণ হওয়ায় এই ঘটনা ঘটেছে। এখনও পর্যন্ত মৃতের নাম পরিচয় জানা যায়নি। মৃত ব্যক্তিকে চিহ্নিত করার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।




টপিকঃ #টোটোবিস্ফোরণ

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page