টোটো বিস্ফোরণ স্থলে গেলেন সাংসদ, তদন্তের দাবি বিজেপির
টোটো বিস্ফোরণের পর ঘটনাস্থল পরিদর্শন করলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু। ব্যাটারি বিস্ফোরণ থেকে এই ঘটনা ঘটেছে বলে মনে করছেন না তিনি। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি তুলেছেন সাংসদ।
উল্লেখ্য, গতকাল বিকেলে মালদা শহরের ঘোড়াপীড় এলাকায় একটি টোটো বিস্ফোরণ হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় চালকের টুকরো টুকরো দেহের অংশ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পুলিশ সুপার অলোক রাজোরিয়া। প্রাথমিকভাবে পুলিশের অনুমান ব্যাটারি বিস্ফোরণ থেকেই এই ঘটনা ঘটেছে। তদন্তে নেমে পুলিশ মৃত টোটো চালকের পরিচয় উদ্ধার করে। মৃত টোটো চালকের নাম ইলিয়াস শেখ। ইলিয়াসের বাড়ি কালিয়াচকের সুজাপুরে।
[ আগের খবরঃ টোটোর ব্যাটারি বিস্ফোরণে মৃত চালক, নতুন আতঙ্ক শহরে ]
এদিকে, আজ সকালে ঘটনাস্থল পরিদর্শনে আসেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু। গোটা এলাকা পরিদর্শন করেন তিনি পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের থেকে বিস্তারিত ঘটনা শোনেন। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে টোটো বিস্ফোরণের ঘটনায় ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সিকে দিয়ে তদন্তের দাবি করেন সাংসদ।
টপিকঃ #টোটোবিস্ফোরণ
Comentários