top of page

বাড়ির পিছনের জঙ্গল থেকে উদ্ধার হল মৃতদেহ

নিখোঁজ থাকার পর মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল চাঁচলের বারোগাছিয়া এলাকায়। মৃত ব্যক্তি নাম গৌতম সাহা (৪৪)। বাড়ি চাঁচলের বারোগাছিয়া এলাকায়। গৌতমবাবু গাড়ির পার্টস বিক্রি করতেন।


The bodies recovered from the forest behind the house

পরিবার সূত্রে জানা গিয়েছে, গত সোমবার থেকে নিখোঁজ ছিলেন গৌতমবাবু। পরিবারের লোকেরা খোঁজাখুঁজি শুরু করলে গতকাল বাড়ির পিছনের জঙ্গল থেকে মৃতদেহ উদ্ধার হয় তাঁর। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠিয়েছে চাঁচল থানার পুলিশ।


মৃতের দাদা সুকুমার সাহা জানান, সোমবার বাড়ি থেকে ঘুরতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়েছিল গৌতমবাবু। তারপর থেকে আর কোনও খোঁজখবর পাওয়া যায়নি। গতকাল বাড়ির পেছনের জঙ্গল থেকে মৃতদেহ উদ্ধার হয়। পুলিশের প্রাথমিকভাবে অনুমান, বিষ খেয়ে আত্মহত্যা করেছে গৌতমবাবু। তবে কি কারণে আত্মহত্যা করলেন তিনি তা তাঁদের জানা নেই।



আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comentários


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page