বেতন হয় নি মালদা শিল্পতালুকে, অনশনের হুঁশিয়ারি শ্রমিকদের
top of page

বেতন হয় নি মালদা শিল্পতালুকে, অনশনের হুঁশিয়ারি শ্রমিকদের

লকডাউনে অন্যান্য শ্রমিকদের মতো সংকটে পড়েছে পুরাতন মালদার নারায়ণপুরে সুখজিৎ স্টার্চ ইন্ডাস্ট্রিজের স্থায়ী ও অস্থায়ী কর্মীরা৷



এই দুরবস্থায় ওই শ্রমিকদের পাশে দাঁড়িয়েছে সিপিএমের শ্রমিক সংগঠন, সিআইটিইউ৷ অবিলম্বে সমস্ত শ্রমিকদের কাজের সুব্যবস্থা করা, সমস্ত শিল্পতালুকগুলি পুনরায় চালু করা সহ একাধিক দাবি নিয়ে আজ কারখানার সামনে বিক্ষোভ দেখায় সিআইটিইউ৷ দ্রুত সমস্ত শ্রমিককে পুরো বেতন না দেওয়া হলে এবং সব শ্রমিককে কাজে নিয়োগ না করা হলে শ্রমিকরা অনশন আন্দোলনে শামিল হবে বলে হুঁশিয়ারি দিয়েছে সিআইটিইউ নেতৃত্ব৷


পুরাতন মালদার নারায়ণপুরে গড়ে ওঠা শিল্পতালুকে ২০০৪ সালে সুখজিৎ স্টার্চ ইন্ডাস্ট্রিজের কারখানা স্থাপিত হয়৷ শ্রমিকদের দাবি, স্থায়ী, অস্থায়ী ও চুক্তিভিত্তিক মিলিয়ে প্রায় পাঁচশো শ্রমিক কাজ করেন সুখজিৎ ইন্ডাস্ট্রিতে৷ লকডাউনের মধ্যেও কারখানায় উৎপাদন চালু রয়েছে৷ তবে সরকারি নির্দেশিকা মেনে মাত্র ৩৩ শতাংশ শ্রমিককে নিয়ে উৎপাদন কাজ চলছে৷ শ্রমিকদের অভিযোগ, এপ্রিল মাসে যাঁদের কারখানায় কাজে নিয়োগ করা হয়েছিল, তাঁদের পুরো বেতন দেওয়া হয়েছে৷ কিন্তু যে স্থায়ী শ্রমিকদের বাধ্যতামূলক বাড়িতে পাঠানো হয়েছিল, এপ্রিল মাসে তাঁদের পুরো বেতন দেওয়া হয়নি৷ এরই প্রতিবাদে আজ সিআইটিইউ-এর সমর্থনে শ্রমিকরা কারখানার সামনে বিক্ষোভ দেখায়।





টপিকঃ #Lockdown

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page