top of page

স্বনির্ভর করতে বউমাকে সাহায্য করে ছেলের হাতে আক্রান্ত শ্বশুর

স্নাতক পাস বড়ো বউমাকে স্বনির্ভর হবার জন্য পৈতৃক সম্পত্তির একাংশ বউমার নামে করেছিল শ্বশুর-শাশুড়ি। সম্পত্তি দিয়ে দেওয়ায় ছোটো ছেলের হাতে আক্রান্ত হতে হল বৃদ্ধ বাবা-মাকে। সমস্ত ঘটনা জানিয়ে ছেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ওই দম্পতি। ঘটনাটি ঘটেছে চাঁচলের শীতলপুর এলাকায়।


Son hit parents in chanchal
পুলিশ প্রশাসনের দ্বারস্থ আক্রান্ত বৃদ্ধ বাবা-মা

ছেলে অমিত সাহার স্ত্রী জানান, আমি স্নাতক পাস করে কম্পিউটার প্রশিক্ষিত। তাই আমার শ্বশুর আমাকে স্বনির্ভর করার জন্য একটি দোকানঘর করে দিতে চান। ঘর নির্মাণের জন্য কেনা হয় ইট বালি পাথর। কিন্তু আজ নির্মাণ কাজ চলাকালীন নির্মাণ কাজে বাধা দেয় দেওর। তারপর আমাদের বেধড়ক মারধর শুরু করে। শ্বশুরমশাইকে ধাক্কা দিয়ে ফেলে দেয় রাস্তায়।



বৃদ্ধ সত্যেন সাহা জানান, আমার দুই ছেলে অমিত সাহা ও জগদীশ সাহা। শেষ জীবনে দুই ভাইয়ের সম্পত্তি ভাগ বণ্টন করে দেওয়ার পরেও ছোটো ছেলে অমিত আরও সম্পত্তির দাবি জানাতে থাকে। আমি না দেওয়ায় আমাকে প্রাণে মারার হুমকি দেয়। পাশাপাশি বড়ো ছেলে এবং বউমাকে বেধড়কভাবে মারধর করে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে ছোটো ছেলে। সমস্ত ঘটনা জানিয়ে আজ পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছি।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page