আট মাস বাংলাদেশের জেলে মালদার কাদির, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ
top of page

আট মাস বাংলাদেশের জেলে মালদার কাদির, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ

বিচারের মুক্তি পেয়েও প্রায় আট মাস ধরে বাংলাদেশের জেলে বন্দি হয়ে রয়েছেন মালদার এক বাসিন্দা৷ এই ঘটনার পরেই প্রতিবেশী দেশের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছেন আইনজীবীদের পাশাপাশি মানবাধিকার কমিশন৷


Qadir has been imprisoned in Bangladesh for eight months


বৈষ্ণবনগরের চকমাইলপুরের শ্মশানী গ্রামের বাসিন্দা কাদির শেখ (৭০)৷ শ্মশানী গ্রামের ওপর দিয়ে গিয়েছে সীমান্তের কাঁটাতার৷ সেই কাঁটাতারের ওপারে কাদির সহ আরও কয়েকটি পরিবারের বসবাস৷ জানা গিয়েছে, ২০১৭ সালের ১৯ সেপ্টেম্বর গভীর রাতে বাংলাদেশের জওয়ানরা বাড়ি থেকে কাদির শেখ ও তাঁর স্ত্রী আলেকনুর বিবিকে গ্রেফতার করে৷ জওয়ানদের অভিযোগ, কাদির শেখের হেপাজত থেকে পিস্তল, কার্তুজ সহ ম্যাগাজিন উদ্ধার হয়েছে৷ তাঁদের বিরুদ্ধে মামলা রুজু করে চাঁপাই নবাবগঞ্জ আদালতে মামলা শুরু হয়৷ আদালতের রায় ঘোষণার পরেই আলেকনুর বিবিকে ভারতে পাঠানো হলেও এখনও মুক্ত হননি কাদির শেখ৷


আলেকনুর বিবি জানান, ২০১৭ সালের ১৯ সেপ্টেম্বর বাংলাদেশের নিরাপত্তা বাহিনী তাঁদের গ্রেফতার করে৷ ১৯ মাস বাংলাদেশের জেলে থাকার পর বিচারকের রায়ে তিনি ছাড়া পান৷ কিন্তু তাঁর স্বামী আদালত থেকে খালাস হওয়ার পরও প্রায় আট মাস ধরে সেদেশের জেলে রয়েছেন৷ স্বামীকে ঘরে ফেরাতে তিনি ভারতীয় হাইকমিশনে আবেদন জানিয়েছেন৷


মানবাধিকার কর্মী ও মালদা জেলা আদালতের আইনজীবী মৃত্যুঞ্জয় দাস জানান, সীমান্তের কাঁটাতারের ওপারে থাকা বাড়ি থেকে বেআইনিভাবে বাংলাদেশের নিরাপত্তা সংস্থা এই দম্পতিকে গ্রেফতার করে নিয়ে যায়৷ দীর্ঘদিন ধরে এই মামলা চলার পরে আলেকনুর বিবি জামিন পেয়ে এদেশে চলে আসেন৷ কিন্তু কাদির শেখ এখনও বাংলাদেশে বন্দি হয়ে রয়েছেন৷ মালদার জেলাশাসক, পুলিশসুপার, দুই দেশের হাইকমিশন, রাজ্য হোম ফরেনার্স বিভাগে চিঠি দিয়ে কাদির শেখকে দেশে ফিরিয়ে আনার আবেদন জানানো হলেও এখনও তাঁকে দেশে ফেরাতে কোনও উদ্যোগ নেওয়া হয়নি৷ বাংলাদেশ সরকার মানবাধিকার লঙ্ঘনের করে কাদির শেখকে বন্দি করে রেখেছে৷


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page