মিঠুন চক্রবর্তীকে গো-ব্যাক শ্লোগান তৃণমূলের
বিজেপি নেতা তথা প্রখ্যাত অভিনেতা মিঠুন চক্রবর্তীকে গো-ব্যাক শ্লোগান তৃণমূলের। পালটা তৃণমূলের বিরুদ্ধে শ্লোগান ছোঁড়ে বিজেপি কর্মীরা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয় চাঁচলের তরলতলা মোড়ে।
আজ বিকেলে দলীয় প্রার্থী খগেন মুর্মুর সমর্থনে চাঁচলের কলিগ্রাম থেকে রোড-শো শুরু করেন মিঠুন চক্রবর্তী। পাহাড়পুর পর্যন্ত রোড-শো করার কথা ছিল। তরলতলা মোড় এলাকায় মিঠুন চক্রবর্তীকে দেখে তৃণমূল কর্মীরা গো-ব্যাক শ্লোগান দিতে থাকে। যদিও তার আগেই হুড খোলা গাড়ি থেকে নেমে গাড়িতে বসে পড়েছিলেন মিঠুন চক্রবর্তী। পালটা বিজেপি কর্মীরাও তৃণমূলের বিরুদ্ধে শ্লোগান দিতে থাকে। সেখান থেকে গাজোলের জনসভার উদ্দেশ্যে রওয়ানা দেন মিঠুন চক্রবর্তী।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments