top of page

সুজাপুরের আগুনে ভিলেন পুলিশ

বন্‌ধকে কেন্দ্র করে অগ্নিগর্ভ কালিয়াচকের সুজাপুর৷এই সুজাপুর নয়মৌজার এক ভাইরাল ভিডিয়োতে পুলিশের এক অন্য রূপ উঠে এসেছে৷সেই ভিডিয়োকে কেন্দ্র করে প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে৷সেই ভিডিয়ো দেখে পুলিশকর্মীদের শনাক্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথা জানান পুলিশ সুপার অলোক রাজোরিয়া৷


সুজাপুরের আগুনে ভিলেন পুলিশ

গোটা দেশের সঙ্গে আজ সুজাপুরে(#Sujapur)ও বন্‌ধ সমর্থকরা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে৷প্রায় ৬ ঘণ্টা ধরে অবরুদ্ধ থাকে ৩৪ নম্বর জাতীয় সড়ক৷অবরোধ তুলতে গেলেই পুলিশের সঙ্গে ঝামেলা শুরু হয় অবরোধকারীদের৷ পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু করে উত্তেজিত জনতা৷মুড়ি মুড়কির মতো বোমা ফাটতে শুরু করে৷পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে লাঠিচার্জ পরে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ৷পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয় অবরোধকারীরা৷সেই আগুন ছড়িয়ে পড়ে পাশে দাঁড়িয়ে থাকা আরও কয়েকটি গাড়িতে৷মোট ৮টি গাড়ি পুড়ে যায়৷ পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে৷ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন ও পুলিশের জলকামান৷


এর মধ্যেই একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়৷সেই ভিডিয়োয় দেখা যায় কাঁদানে গ্যাসের শেলবক্স নিয়ে এক পুলিশকর্মী দাঁড়িয়ে থাকা একটি গাড়ি ভাঙচুর করছেন৷পুলিশের পাশাপাশি গাড়ি ভাঙচুর করতে দেখা যায় সিভিক ভলান্টিয়ারদেরও৷এরপরেই একের পর এক প্রশ্ন উঠতে থাকে৷অবরোধকারীদের বিরুদ্ধে মামলা শক্ত করতেই কি পুলিশ এই ঘটনা ঘটিয়েছে? পুলিশের এই ভূমিকায় নিয়ে প্রশ্ন তোলে বিরোধীরাও৷(#BharatBandh)


ভারত বন্‌ধের খবর


Commentaires


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page