top of page

লকডাউন অমান্য করায় মালা পরিয়ে মিষ্টিমুখ করাল পুলিশ

লাঠি নিয়ে মারধর নয়, গলায় মালা পরিয়ে লকডাউন অমান্যকারীদের বরণ করল পুরাতন মালদার পুলিশ। পরবর্তী লকডাউনে যেন এমন ঘটনা না ঘটে তা স্মরণীয় করে রাখতেই এই পদক্ষেপ নিয়েছে পুলিশ।


Police garland lockdown violators in old malda

অগাস্ট মাসের প্রথম লকডাউন জেলায় ভালো সাড়া ফেলেছে। সকাল থেকে জেলার সমস্ত দোকানপাট ছিল বন্ধ। তবে পুরাতন মালদায় বেশ কয়েকজনকে অকারণে হেলমেট ছাড়াই মোটরবাইক নিয়ে ঘোরাঘুরি করতে দেখা যায়। মঙ্গলবাড়ি মোড়ে ওই বাইক চালকদের আটকায় পুলিশকর্মীরা। ওই সমস্ত চালকদের গলায় মালা পরিয়ে এবং চকোলেট দিয়ে মিষ্টিমুখ করানো হয়৷ পাশাপাশি এই দিনটির কথা স্মরণ করে আগামী লকডাউনের দিনগুলিকে মান্যতা দেওয়ার অনুরোধ করেন পুলিশকর্মীরা।




মঙ্গলবাড়ি মোড়ে এক ট্রাফিক পুলিশ অফিসার জানান, আজ লকডাউন অমান্যকারীদের সঙ্গে বিনা হেলমেটে থাকা মোটরবাইক চালকদের গলায় মালা পরিয়ে এবং চকোলেট খাইয়ে বরণ করা হয়েছে। পাশাপাশি সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে, তারা যেন এই দিনটির কথা মাথায় রাখে৷ ভবিষ্যতে যেন কেউ অকারণে লকডাউন অমান্য না করে কিংবা বিনা হেলমেটে বাইক না চালায়৷


টপিকঃ #CoronaVirus, #Lockdown

Comentários


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page