top of page

পুলিশের হানায় গাঁজা ও ফেনসিডিল সহ গ্রেফতার এক

২৯ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ২৫০ বোতল ফেনসিডিল সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল গোলাপগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ। ধৃতকে আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।


কালিয়াচক থানার পুলিশ জানিয়েছে, গতকাল রাতে তথ্যের ভিত্তিতে বর্ডার সংলগ্ন নওদাপাড়া এলাকার বিকাশ মণ্ডলের বাড়িতে হানা দিয়ে ২৯ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ২৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে বিকাশ মণ্ডলকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, ধৃত ব্যক্তি উদ্ধার হওয়া মাদক বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে মজুত করেছিল। ধৃত ব্যক্তিকে আজ পুলিশি হেপাজতের আবেদনে জেলা আদালতে পেশ করা হয়েছে।


one-arrested-with-ganja-and-phencidyl-in-the-police-raid

[ পরের খবরঃ পুজোর মুখে পাকড়াও মাদক পাচারচক্রের পাণ্ডা ]



আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page