top of page

মেডিকেলে যোগ দিলেন নিউরো সার্জেন, চালু হচ্ছে ট্রমা কেয়ার ইউনিট

মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে মালদা মেডিকেলের নিউরো সার্জেনের অভাবের কথা উঠেছিল। অবশেষে মালদা মেডিকেলে যোগ দিলেন এক নিউরো সার্জেন। আগামী দুমাসের মধ্যে মেডিকেলের ট্রমা কেয়ার ইউনিট চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।


মালদা মেডিকেল সূত্রে জানা গিয়েছে, চিকিৎসকের ঘাটতি থাকায় মেডিকেলের ট্রমা কেয়ার ইউনিট চালু করা যাচ্ছিল না। বিষয়টি প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরা হয়। অবশেষে স্বাস্থ্য দফতরের তরফে মালদা মেডিকেলে একজন বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ করা হয়েছে। সোমবার মালদা মেডিকেলের নিউরো সার্জারি বিভাগে অ্যাসোসিয়েট প্রফেসর পদে একজন নিযুক্ত হয়েছেন। এনিয়ে মেডিকেলে নিউরোসার্জারি বিভাগে মোট দু’জন চিকিৎসক হলেন। প্লাস্টিক সার্জারি বিভাগে দুই জন ও ক্যান্সার বিভাগে রয়েছেন পাঁচ জন চিকিৎসক। চিকিৎসকের ঘাটতি কিছুটা পূরণ হতেই ট্রমা কেয়ার ইউনিট চালু করার প্রক্রিয়া শুরু করেছে মেডিকেল কর্তৃপক্ষ।



মালদা মেডিকেলের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় বলেন, মেডিকেলে নতুন একজন নিউরো সার্জেন এসেছেন। আমরা দ্রুত ট্রমা কেয়ার ইউনিট চালু করার চেষ্টা করছি। মালদা মেডিকেলের ২০১ বেডের ট্রমা কেয়ার ইউনিটে সাতটি অত্যাধুনিক অপারেশন থিয়েটার রয়েছে। ক্যান্সার চিকিৎসার জন্য রয়েছে সম্পূর্ণ আলাদা বিভাগ। ইতিমধ্যে মেডিকেলে ক্যান্সার চিকিৎসা শুরু হয়েছে। মাঝেমধ্যে রোগীদের কেমোথেরাপিও দেওয়া হচ্ছে। তবে তা নিয়মিত দেওয়া সম্ভব হয়ে উঠছে না। ট্রমা কেয়ার ইউনিট চালু হলে ক্যান্সার রোগীদের রেডিওথেরাপির মাধ্যমে চিকিৎসা শুরু হবে।


[ আরও খবরঃ ২৫ বছরের প্রতিশ্রুতি এখনও অধরা, অনশনরতদের সঙ্গে দেখা করল বিজেপি ]



আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page