top of page

ন্যায্য বেতনের দাবি তুলে বরখাস্ত, মেডিকেল কলেজে বিক্ষোভ সহকর্মীদের

ন্যায্য বেতনের দাবি তুলেছিলেন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের এক অস্থায়ী কর্মী। ন্যায্য পাওনার বদলে তাঁর হাতে ধরানো হল বরখাস্তের চিঠি। এই ঘটনা জানতে পেরেই ক্ষিপ্ত হয়ে ওঠেন সহকর্মীরা। মালদা মেডিকেলের পিপিপি মডেলে এমআরআই ও ডিজিট্যাল এক্সরে বিভাগে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা।ন্যায্য বেতনের দাবি করায় বরখাস্ত করে কর্তৃপক্ষ, ক্ষিপ্ত হয়ে ওঠেন মালদা মেডিকেল কলেজের অস্থায়ী কর্মীরা

অস্থায়ী কর্মীদের অভিযোগ, এক দিনের ন্যূনতম বেতন হওয়া উচিত ৩৮৭ টাকা। কিন্তু তাঁদের মাত্র ১৩৩ টাকার বিনিময়ে কাজ করানো হচ্ছে। কর্তৃপক্ষ কোনোরকম সুযোগ-সুবিধা না দিয়ে তাঁদের দিয়ে কাজ করাচ্ছেন। এর প্রতিবাদ করেছিলেন শুভঙ্কর মাহাতো নামে এক কর্মী। ন্যায্য বেতনের দাবি করায় তাঁকে বরখাস্ত করে কর্তৃপক্ষ। এই ঘটনার পরেই ক্ষিপ্ত হয়ে ওঠেন মালদা মেডিকেল কলেজের অস্থায়ী কর্মীরা। আজ দুপুর ১২টা থেকে মালদা মেডিকেল কলেজের এমআরআই ও ডিজিট্যাল এক্সরে বিভাগে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা।মালদা মেডিকেলের সহকারী অধ্যক্ষ ও হাসপাতাল সুপার অমিত দাঁ জানান, কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা মেটানোর জন্য অস্থায়ী কর্মীদের বলা হয়েছে।

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page