top of page

চাঁচল শুটআউটে ধৃত মূল অভিযুক্ত

চাঁচলে শুটআউটের ঘটনায় মূল অভিযুক্তদের গ্রেফতার করল চাঁচল থানার পুলিশ। বৃহস্পতিবার গভীররাতে মাধবপুর ঘাট থেকে শুটআউটের ঘটনায় মূল অভিযুক্ত সুখবর আলি ও তার ছেলে বাবলু আলিকে গ্রেফতার করে চাঁচল থানার পুলিশ। ধৃতদের সাত দিনের পুলিশি হেফাজত চেয়ে আজ চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়।


Main accused arrested in Chanchal Shootout
গভীররাতে মাধবপুর ঘাট থেকে শুটআউটের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ

উল্লেখ্য, গত মঙ্গলবার পৈতৃক সম্পত্তিতে বেড়া দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে বচসা রণক্ষেত্রের রূপ নেয় চন্দ্রপাড়া গ্রামপঞ্চায়েতের যদুপুর গ্রাম। প্রতিবেশীর মধ্যে সংঘর্ষে চলে গুলি। ঘটনায় মৃত্যু হয় এক ব্যক্তির। আহত হয় আরও এক। সেদিনই পুলিশ ঘটনার সাথে জড়িত চারজনকে গ্রেফতার করে। চাঁচল থানার পুলিশ ঘটনার তদন্ত করে গতকাল রাতে আরও দুইজনকে গ্রেফতার করে। ধৃতদের সাত দিনের পুলিশি হেফাজত চেয়ে আজ চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়। তবে এখনও পর্যন্ত আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়নি। আগ্নেয়াস্ত্রের সন্ধান করছে পুলিশ।



আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comentarios


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page