আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ সহ ধৃত এক
আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল কালিয়াচক থানার পুলিশ। ধৃত ব্যক্তিকে আজ পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
কালিয়াচক থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে ভোর রাতে কালিয়াচক থানার পুলিশ হাজিনগর এলাকায় হানা দিয়ে আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ সহ এক ব্যক্তিকে গ্রেফতার করে। ধৃত যুবকের নাম সাদ্দাম হোসেন (২১)। বাড়ি কালিয়াচকের হাজিনগর খাসচণ্ডিপুরে। ধৃতের হেপাজত থেকে একটি অত্যাধুনিক ওয়ান সাটার ও একটি ৮ মিলিমিটারের তাজা কার্তুজ বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে।
[ আরও খবরঃ কোমর কষতে জেলার দুই প্রান্তে বিজেপির দুই নেতৃত্ব ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comentarios