top of page

কোমর কষতে জেলার দুই প্রান্তে বিজেপির দুই নেতৃত্ব

একুশের বিধানসভাকে পাখির চোখ করে গনির গড়ে থাবা বসাতে ছক কষতে শুরু করেছে বিজেপি। আজ মালদার দুইপ্রান্তে দুই নেতৃত্ব কর্মসূচি নেন। সকালে মালদা শহরের রবীন্দ্র ভবন মোড়ে চায়ে-পে-চর্চায় অংশ নেন বিজেপির রাজ্য সম্পাদক সায়ন্তন বসু৷ অন্যদিকে, পুরাতন মালদার ডিস্কো মোড়ে অটলবিহারী বাজপেয়ীর ৯৬তম জন্মদিন পালনে অংশ নেন বিজেপির কেন্দ্রীয় নেতা অরবিন্দ মেনন৷



সায়ন্তনবাবু বলেন, ভোট আসতেই তৃণমূলের সরকার চাকরি দেওয়ার টোপ দিতে শুরু করেছে৷ এরা যত চাকরি দেবে বলছে, তার পাঁচগুণ বেশি লোকের কাছ থেকে টাকা নিয়েছে৷ মালদায় খুব বেশি হলে ৫০০ জনকে চাকরি দেবে৷ আর জেলার ২০ হাজার লোকের কাছ থেকে চাকরি দেওয়ার নামে টাকা নিয়েছে৷ তৃণমূলের নেতারা এখন বিজেপিতে যোগ দিতে চাইছেন। জেলার কতজন তৃণমূল নেতা আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন, তা বলতে পারব না৷ কতজন যোগাযোগ করেননি, তা হয়তো চেষ্টা করে বলতে পারব৷


অন্যদিকে অরবিন্দ মেনন বলেন, তৃণমূল এখন ডুবন্ত নৌকা৷ সেই নৌকায় এখন কেউ থাকতে চাইছে না৷ তৃণমূলে পিসি আর ভাইপো ছাড়া কেউ থাকবেন না৷ গোটা রাজ্যে এখন রব উঠেছে, তৃণমূল যাচ্ছে, বিজেপি আসছে৷




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page