top of page

নজরুল বাসস্ট্যান্ড ভেঙে চাঁচলে হবে নতুন বড়ো টার্মিনাস

স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি অনুযায়ী পুরোনো বাস টার্মিনাস নতুন করে গড়ার উদ্যোগ নিল চাঁচল মহকুমা প্রশাসন। নতুন টার্মিনাস হওয়ায় শহরের যানজট অনেকটাই কমবে বলে মনে করছেন শহরের বাসিন্দারা।



চাঁচলে যাত্রীবাহী বাস পার্কিং করার জন্য কয়েক দশক আগে একটি বাস টার্মিনাস গড়ে উঠেছিল। নাম দেওয়া হয়েছিল নজরুল বাস টার্মিনাস। বর্তমানে বেহাল দশা থাকার কারণে টার্মিনাসে বাস দাঁড়াতে পারছিল না। সমস্যা হচ্ছিল যাত্রী ওঠানো-নামানোর ক্ষেত্রেও। ফলে শহরের রাস্তাঘাটে যানজট হচ্ছিল। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল, নতুন করে চাঁচলে একটি বাস টার্মিনাস নির্মাণ করার। দাবি অনুযায়ী শুক্রবার ব্লক দফতরে একটি প্রশাসনিক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় নজরুল বাসস্ট্যান্ডটি ভেঙে নতুন করে একটি বাস টার্মিনাস নির্মাণ করা হবে।


ওই বৈঠকের পরই এদিন বাস টার্মিনাস এলাকা পরিদর্শন করে দেখেন চাঁচল ব্লক প্রশাসনের আধিকারিকেরা। ব্লক প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন বাসস্ট্যান্ডটি আকারে একটু বড়ো হবে। যাত্রীদের বসার ব্যবস্থা, পর্যাপ্ত আলো, টয়লেটের ব্যবস্থা থাকবে।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page