top of page

মেয়েদের মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করলেন মেয়েরাই

ভাইফোঁটা পাঁজি দেখে করা হয়। দু’বছর ধরে গুরুপূর্ণিমার দিন বোনেদের মঙ্গল কামনায় মালদা শহরে বোনফোঁটার আয়োজন করেন কিছু মেয়ে। আজও সেই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল শহরের মকদুমপুরে থাকা পুরসভার ‘মালদার উঠোনে’৷


Malda celebrated Bonfota
গুরুপূর্ণিমার দিন বোনেদের মঙ্গল কামনায় মালদা শহরে বোনফোঁটার আয়োজন

রীতিমতো মন্ত্রোচ্চারণ করে, ধুপ-দূর্বায় মেয়েদের মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করলেন মেয়েরাই৷ তবে এবার করোনা আবহে অনুষ্ঠানে উপস্থিতি ছিল কম। যদিও খাওয়া কিংবা আনুষাঙ্গিক আয়োজনে কোনও ভাঁটা পড়েনি। মেয়েরা নিজেদের উদ্যোগে বাড়ি থেকে লুচি মিষ্টি নিয়ে এসে এই আয়োজন করেন।




উদ্যোক্তরা জানান, ক্যালেন্ডার কিংবা পঞ্জিকায় ভাইয়েদের মঙ্গল কামনার রীতি রয়েছে। মেয়েরা স্বামী, সন্তান ও পরিবারের সদস্যদের জন্য বিভিন্ন ধর্মীয় আচার পালন করে৷ কিন্তু মেয়েদের জন্য তেমন কোনও বিধান পাঁজিতে নেই৷ তাই মেয়েদের মঙ্গলের দিকে নজর রেখে গতবছর থেকে গুরুপূর্ণিমা তিথিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে৷ ভবিষ্যতেও এই অনুষ্ঠান কখনও বন্ধ হবে না৷




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page