top of page

শীতের বনভোজনে ইংরেজবাজারে নিষেধাজ্ঞা পুলিশের

শীতের মরশুম আসতেই বনভোজনের আনন্দে মেতে ওঠে ছেলে-বুড়ো সকল বাঙালিই। তবে এবছর ইংরেজবাজারের কোনো জায়গায় বনভোজন করা যাবে না। করোনা সংক্রমণ রুখতে ইংরেজবাজারের যে কোনো স্থানে বনভোজন নিষিদ্ধ করল ইংরেজবাজার থানার পুলিশ।


police imposes ban on winter picnic
যে কোনো ধরণের জমায়েত সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে

ইংরেজবাজার থানার পুলিশের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, “প্রতিবছর শীতের মরশুমে ইংরেজবাজারের পিয়াসবাড়ি, গৌড়, মহদীপুর ও সাগরদিঘির মতো স্থানগুলিতে বনভোজন বা পিকনিক করার একটা স্বাভাবিক প্রবণতা দেখা যায়। বর্তমান করোনা আবহে উক্ত স্থানগুলি ছাড়াও ইংরেজবাজার থানার যে কোনো স্থানে বনভোজন বা পিকনিকের আয়োজন করা অথবা সেই উপলক্ষ্যে যে কোনো ধরণের জমায়েত সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে।”


ইংরেজবাজার থানার পক্ষ থেকেই এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তা স্বীকার করেছেন থানার আইসি মদনমোহন রায়। তিনি জানান, করোনা সংক্রমণ রুখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Hozzászólások


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page