top of page

এক পরিবারের চারজনের আত্মহত্যার চেষ্টা

দেনার দায়ে এক পরিবারের চার সদস্যের আত্মহত্যার চেষ্টার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল কালিয়াচকের ঘড়িয়ালিচক এলাকায়। স্থানীয়দের সহযোগিতায় তড়িঘড়ি তাদের শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করে দেয়।


Four members of family attempts suicide in kaliachak


সন্দীপবাবুর একটি শপিং মল ছিল। কিন্তু দেনা শোধ করতে তাও বিক্রি করতে হয়। জানা গিয়েছে, সন্দীপবাবু আইপিএলের বেটিংয়ের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন। প্রচুর দেনা হয়ে যাওয়ায় গত কয়েক মাস ধরে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। গতকাল রাতে ছেলেমেয়ে ও স্ত্রীকে নিয়ে অতিরিক্ত পরিমাণে হৃদরোগের ওষুধ খেয়ে ফেলেন। সকালে পরিচারিকা বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়দের সহযোগিতায় তাঁদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখান থেকে তিনজনকে মালদা মেডিকেল কলেজে রেফার করা হয়। একজন বর্তমানে সিলামপুর স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন।


[ আরও খবরঃ শিয়ালের উপদ্রবে আতঙ্কিত গোটা গ্রাম, জখম প্রায় ৩০ ]



আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Tags:

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page