top of page

শিয়ালের উপদ্রবে আতঙ্কিত গোটা গ্রাম, জখম প্রায় ৩০

শিয়ালের উপদ্রবে ঘুম উড়েছে গ্রামবাসীদের। শিয়ালের হামলায় জখম হয়েছেন প্রায় ৩০ জন। এই ঘটনার পর থেকেই চাঁচলের মতিহারপুর গ্রামপঞ্চায়েতের লাহারির ডার গ্রামে শিয়ালের আতঙ্ক ছড়িয়েছে।


30 people were injured by fox attack in Chanchal

জানা গিয়েছে, ওই গ্রামে মাঝেমধ্যেই শিয়ালের উৎপাত লেগে থাকে। প্রায়শই ওই এলাকার বাসিন্দাদের উপর শিয়ালের আক্রমণের ঘটনা ঘটছে। গতকাল সন্ধ্যে নাগাদ এলাকার মানুষজন কাজকর্ম সেরে বাড়ি ফিরছিলেন। সেই সময় একটি শিয়াল এলাকার বাসিন্দাদের উপর ঝাঁপিয়ে পড়ে। শিয়ালের হামলায় মহিলা এবং বয়স্ক মিলিয়ে প্রায় ৩০ জন জখম হয়েছেন। আক্রান্তদের চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসার পর কয়েকজনকে ছেড়ে দেন। বাকিরা এখনও চিকিৎসাধীন।


এলাকাবাসীর অভিযোগ, দিনের আলোয় শিয়ালের উৎপাত কিছুটা কম হলেও সন্ধ্যা নামার পরে শিয়ালের হামলার সম্ভাবনা বেড়ে যায় অনেকটাই। রাস্তায় পর্যাপ্ত আলো না থাকায় আরও সমস্যায় পড়তে হয় এলাকাবাসীকে।


[ আরও খবরঃ জমা জলের প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ ]



আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page