জমি নিয়ে প্রতিবেশীর সাথে বিবাদ, এক মহিলা সহ জখম ছয়
জমি সংক্রান্ত বিবাদে প্রতিবেশী দুই পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুরুতর জখম মোট ছয়জন। আহতদের মধ্যে এক মহিলাও রয়েছেন। আহতরা বর্তমানে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে চাঁচল ১ নম্বর ব্লকের খরবা গ্রামপঞ্চায়েতের নিচলামারি এলাকায়। ঘটনার তদন্তে নেমেছে চাঁচল থানার পুলিশ।
জানা যায়, খরবা গ্রামপঞ্চায়েতের নিচলামারি এলাকার মুষড়ত আলি পৈত্রিক জমিতে একটি বাড়ি তৈরি করছিলেন। অভিযোগ, ওই সম্পত্তি জবরদখলের চেষ্টা করছিল প্রতিবেশী আলেক আলি ও তার পরিবারের সদস্যরা। এনিয়ে এর আগেও একটি সংঘর্ষ হয়। সেই ঘটনার অভিযোগও থানায় দায়ের করেছিলেন মুষড়ত আলি। আজ ফের ওই সম্পত্তির দখল করতে এলে বাঁধা দেয় মুষড়ত আলি ও তার পরিবারের সদস্যরা। সেই সময় তাঁদের উপর বাঁশ, লাঠিসোটা, ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় আলেক আলি ও তার পরিবারের লোকজন। ধারালো অস্ত্র ও লাঠির আঘাতে মুষড়ত আলি সহ পরিবারের ছয়জন সদস্য গুরুতর ভাবে জখম হয়। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তাঁরা। এই ঘটনায় আলেক আলি সহ তার পরিবারের লোকদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন মুষড়তের পরিবারের লোকজন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
[ আরও খবরঃ করোনাকে হালকা নেবেন না ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments