top of page

দুই চোর সহ মন্দিরে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার ইংরেজবাজারে

মন্দিরে চুরির ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই দুই চোর সহ চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করল ইংরেজবাজার থানার পুলিশ। ধৃতদের আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।


2 thieves nabbed stolen goods recovered in English Bazar

জানা গিয়েছে, মালদা শহরের এলআইসি মোড় সংলগ্ন কালী মন্দির ও একটি দোকানের সাটার ভেঙে গহনা সহ বেশ কিছু টাকা চুরি করে পালায় দুষ্কৃতীরা। সেই ঘটনার অভিযোগ পেয়েই তদন্তে নামে ইংরেজবাজার থানার সাদা পোশাকের পুলিশ। তদন্তে নেমে দুই যুবককে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের হেপাজত থেকে উদ্ধার হয় বেশ কিছু গহনা, নগদ টাকা ও একটি প্রিন্টার মেশিন। ধৃতদের নাম বিকাশ মণ্ডল (১৯) ও বিবি ভাস্কর (২২)। ধৃতরা ইংরেজবাজারের বুড়াবুড়িতলা ও কুলিপাড়ার বাসিন্দা। ধৃতদের আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।



[ আরও খবরঃ দুর্নীতির অভিযোগে বিশ্ববিদ্যালয়ে তদন্ত কমিটি ]



আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page