top of page

দুর্নীতির অভিযোগে বিশ্ববিদ্যালয়ে তদন্ত কমিটি

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে একাধিক দুর্নীতি ও অভিযোগের ভিত্তিতে তদন্তে এলেন চারজনের প্রতিনিধি দল। আজ সকাল থেকে বিশ্ববিদ্যালয় প্রাক্তন রেজিস্ট্রার সহ বেশ কিছু অধ্যাপককে ডেকে পাঠানো হয় এই বৈঠকে।আজ সকালে ড. দেবকুমার মুখোপাধ্যায়ের নেতৃত্বে চারজনের প্রতিনিধি দল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে এসে পৌঁছন। কমিটির চার সদস্য বিশ্ববিদ্যালয়ে তদন্তের কাজ শুরু করেছেন৷ তদন্তের সময় উপস্থিত ছিলেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চঞ্চল চৌধুরী। আগামীকালও সেই কাজ চলবে বলে সূত্র মারফত জানা গিয়েছে।


উল্লেখ্য, একাধিকবার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে৷ দুর্নীতির প্রতিবাদ করলেই জুটছে সাসপেনশনের চিঠি বলেও অভিযোগ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক অধ্যাপক বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি নিয়ে পোস্ট করেন। এরপরে তাঁকেও শোকজ করা হয়। এদিকে, উচ্চশিক্ষা দফতরের একের পর এক অভিযোগের ভিত্তিতে নড়চড়ে বসে দফতর। অবশেষে সমস্ত ঘটনার তদন্তে চারজনের প্রতিনিধি দল পাঠানো হয়। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে একাধিক কাজকর্ম নিয়ে নানা অনিয়মের অভিযোগ উঠছিল কয়েকদিন ধরেই। বিশ্ববিদ্যালয় মোটা টাকা খরচ করে ওয়াইফাই জোন তৈরি, সমাবর্তন উৎসবে দেদার খরচ, রাষ্ট্রীয় উচ্চতর শিক্ষা অভিযানের টাকা খরচে অনিয়ম, বেশ কয়েকজন অধ্যাপকের সাসপেনশনের পদ্ধতি নিয়ে প্রশ্ন ওঠে। অনিয়ম সংক্রান্ত অভিযোগ জমা পরে বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপালের কাছেও।আজ সকাল থেকেই ওই প্রতিনিধি দল তদন্তের কাজ শুরু করেছে। সাতদিনের মধ্যে ওই প্রতিনিধি দলকে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে। তবে গোটা ঘটনা নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। জানা গিয়েছে, এই প্রতিনিধি দল তাঁদের তদন্তের রিপোর্ট উচ্চ শিক্ষা দফতরের কাছে জমা করবে। এরপর যথাযথ ব্যবস্থা নেবে দফতর।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comentários


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page