জাতীয় সড়কে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী যুবকের মৃত্যু
মঙ্গলবার বিকেলে ইংরেজবাজার শহরের মালঞ্চপল্লী রেলগেটের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই সাইকেল-আরোহী সম্ভবত যদুপুরের দিক থেকে সাইকেল চালিয়ে রথবাড়ির দিকে যাচ্ছিল।
দু’টি ট্রাক একে অপরকে ওভারটেক করতে গিয়ে উল্টোদিক থেকে আসা ওই সাইকেল আরোহীকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় আরোহীর। দুর্ঘটনার খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পুলিশ জানিয়েছে, মৃত ওই সাইকেল আরোহীর নাম ও পরিচয় এখনো জানা যায়নি। তার নাম-পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে। বয়স আনুমানিক ৩০ বছর। এদিকে ওই দুর্ঘটনার পর ৩৪ নম্বর জাতীয় সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে।
[ আরও খবরঃ গণবিবাহ অনুষ্ঠানে প্রত্যেক কনেকে সোনার মালা উপহার ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments