top of page

গণবিবাহ অনুষ্ঠানে প্রত্যেক কনেকে সোনার মালা উপহার

চাঁচল মালতিপুর ও গাজোল ব্লকের ৩৮ জোড়া বর-কনেদের নিয়ে গণবিবাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হল। চাঁচল ২ নম্বর ব্লকের হাইমাদ্রাসা প্রাঙ্গণে এই গণবিবাহের আয়োজন করা হয়।শীতের সকালে মঙ্গলবার জামায়াতে ইসলামী’র আয়োজনে ও প্রশাসনের সহযোগিতায় এই গণবিবাহের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে চাঁচল, মালতিপুর ও গাজোল ব্লকের ৩৮ জোড়া যুবক যুবতির বিবাহ সম্পন্ন হয়। অসহায় দুস্থ পরিবার, যাদের বিয়েতে খরচ করার মত কোনোরকম সামর্থ্য নেই সেই সমস্ত পরিবারের বর-কনেদের নিয়ে এই গণবিবাহের আয়োজন করা হয়। গণবিবাহ অংশগ্রহণকারী প্রত্যেক কনেদের ১২ গ্রাম ওজনের সোনার মালা এবং বর কনের বিয়ের সাজ দেওয়া হয়। এছাড়াও যাতায়াতের জন্য গাড়ি ভাড়াও দেওয়া হয়। গণবিবাহ দেখতে উপচে পড়া ভিড় এলাকাবাসীর। গণবিবাহ উপলক্ষ্যে বর-কনের পরিবারের লোকজন সহ প্রায় দেড় হাজার মানুষের সকালের টিফিন ও দুপুরের খাওয়ার ব্যবস্থা করা হয়।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page