জমিতে ঘাস আনতে গিয়ে ধর্ষণের শিকার নাবালিকা
- আমাদের মালদা ডিজিট্যাল
- Feb 24, 2021
- 1 min read
নাবালিকাকে ধর্ষণের অভিযোগ যুবকের বিরুদ্ধে। পরিবারের লোকজন আহত অবস্থায় ওই নাবালিকাকে উদ্ধার করে হাসপাতালে ভরতি করে। ঘটনার তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মানিকচকের নাজিরপুরে। ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
অভিযুক্ত যুবকের নাম বাপি মহালদার (২৫) ওরফে ভোলা। গতকাল বিকেলে নির্যাতিতা নাবালিকার বাবা মাছ ধরতে যান। কিছুক্ষণ পর পর মাও জমিতে কাজ করতে বেরিয়ে যায়। সেই সময় বাড়ি থেকে কিছুটা দূরে জমিতে ঘাস আনতে যায় ওই নাবালিকা। অভিযোগ, জমিতেই ব্যাপক মারধর করে ওই নাবালিকাকে ধর্ষণ করে অভিযুক্ত। এরপর স্থানীয়দের ছুটে আসতে দেখে পালিয়ে যায় অভিযুক্ত যুবক। মঙ্গলবার রাতেই মানিকচক থানায় অভিযুক্ত যুবকের বিরুদ্ধে ধর্ষণ ও খুনের চেষ্টার অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
এদিকে ঘটনা জানতে পেরে মানিকচক থানায় ছুটে আসেন রাজ্য বিজেপি নেত্রী শ্রীরূপা মিত্র চৌধুরি সহ মানিকচক মণ্ডল বিজেপি নেতৃত্ব। বিজেপি নেত্রী শ্রীরূপা মিত্র চৌধুরি বলেন, অত্যন্ত নিন্দনীয় ঘটনা। নির্যাতিতার শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ রয়েছে। দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Komentar