জেলার প্রাক্তন মন্ত্রীর সরকারি নিরাপত্তা প্রত্যাহার করল প্রশাসন
top of page

জেলার প্রাক্তন মন্ত্রীর সরকারি নিরাপত্তা প্রত্যাহার করল প্রশাসন

সরকারি নিরাপত্তারক্ষী তুলে নেওয়া হল প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরির। কেন নিরাপত্তারক্ষী তুলে নেওয়া হল তা বলতে পারেননি কৃষ্ণেন্দুবাবুও। এদিকে, বিষয়টি জানাজানি হতেই নানান গুঞ্জন ছড়িয়েছে শহরজুড়ে।


উল্লেখ্য, গত ১৫ ফেব্রুয়ারি ইংরেজবাজারের বিধায়ক নীহাররঞ্জন ঘোষের বাড়িতে হামলার ঘটনায় প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি, জেলা যুব তৃণমূলের সভাপতি প্রসেনজিত দাস সহ মোট ১২ জনের বিরুদ্ধে মামলা হয়। কিন্তু এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। এনিয়ে গতকালই পুলিশসুপার জানিয়েছিলেন, তদন্ত চলছে, খুব তাড়াতাড়ি রেজাল্ট দেখতে পাবেন। পুলিশের সুপারের এই মন্তব্যের পরেই কৃষ্ণেন্দুবাবুর নিরাপত্তারক্ষী প্রত্যাহারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। তবে কি গ্রেফতার হতে চলেছেন কৃষ্ণেন্দুবাবু? গুঞ্জন ছড়িয়েছে শহরজুড়ে।



কৃষ্ণেন্দুবাবু বলেন, গতকাল সন্ধেয় আমার এক নিরাপত্তারক্ষীর কাছে ফোন আসে, আমার নিরাপত্তারক্ষী ক্লোজ করে দেওয়া হয়েছে৷ সেকথা জানতে পেরেই আমি তাদের পাঠিয়ে দিই৷ কেন আমার নিরাপত্তারক্ষী তুলে নেওয়া হল, তা জানা নেই।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page