ফোনে কথা বলতে বলতে ছাদ থেকে নিচে পড়ে মৃত্যু
মোবাইল ফোনে কথা বলার সময় অসতর্ক হয়ে ছাদ থেকে নিচে পড়ে মৃত্যু হল এক যুবকের। রাতেই ওই যুবককে মালদা মেডিকেল কলেজে নিয়ে আসা হলেও চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ওই যুবকের। যুবকের মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে কালিয়াচকের সুজাপুর হিন্দুপাড়া এলাকায়।
মৃত যুবকের নাম সমর দাস (২৪)। বাড়ি কালিয়াচকের সুজাপুর হিন্দুপাড়া এলাকায়। বাড়ির এক সদস্যের কাছে জানা গেল, গতকাল রাতে তীব্র গরম থাকায় ঘর থেকে বেরিয়ে ছাদে উঠে মোবাইল ফোনে কথা বলছিল সমর। বাড়ির ছাদে কোনও রেলিং ছিল না। ফোনে কথা বলতে বলতে অসাবধানতায় ছাদ থেকে পড়ে যায় সে। ছাঁদ থেকে পড়ে প্রথমে টিনের চালে আটকায়, তারপর মাটিতে পড়ে যায় সমর। মাথায় আঘাত লাগে তার। স্থানীয় বাসিন্দারা রাতেই তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে ভরতি করে। এরপর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
[ আরও খবরঃ লকডাউন অমান্য করায় মালা পরিয়ে মিষ্টিমুখ করাল পুলিশ ]
টপিকঃ #সুজাপুর
Comments