মোটরবাইকে সিকিম বেড়াতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু যুবকের
পুজোর ছুটিতে মোটরবাইকে সিকিম বেড়াতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু যুবকের৷ আজ ভোরে মৃতদেহ বাড়ি ফিরে আসতেই শোকের ছায়া নেমে পুরো এলাকায়।
মৃত যুবকের নাম রাহুল সিংহ (২৭)৷ বাড়ি মালদা শহরের সানিপার্ক, শিমুলতলা এলাকায়৷ রাহুলের বাবা ইংরেজবাজার থানায় গাড়ির চালকের কাজ করেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, একাদশীর সকালে রাহুল তাঁর দুই বন্ধুর সঙ্গে মোটরবাইকে করে সিকিম ঘুরতে গিয়েছিল৷ গত পরশু ফেরার পথে সিকিমের জুম এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে রাহুল। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাতেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।
স্থানীয় কাউন্সিলর প্রসেনজিত ঘোষ জানান, গতকাল দুপুরে দুর্ঘটনার খবর এসে পৌঁছয়। পরিবারের লোকজন সঙ্গে সঙ্গে সিকিমের উদ্দেশ্যে রওয়ানা দেন। রাত দুটো নাগাদ মৃতদেহ এলাকায় এসে পৌঁছয়। রাহুল পরিবারের একমাত্র সন্তান ছিল। এর আগেও ওরা মোটরবাইকে করে লাদাখের ট্যুরে গিয়েছিল। তাঁরা ওই পরিবারের পাশে রয়েছেন।
[ আরও খবরঃ ডিআরএমের দায়িত্ব নিচ্ছেন বিকাশ চৌবে, কাজকর্মের খতিয়ান তুলে ধরলেন বিদায়ী ডিআরএম ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন