নারী দিবসে মন জয় করা ছবি মালদা রেল ডিভিশনে
top of page

নারী দিবসে মন জয় করা ছবি মালদা রেল ডিভিশনে

আজ গোটা বিশ্বে পালিত হচ্ছে নারী দিবস। যুগ পরিবর্তনের সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে এসেছেন নারীরা। কেউ বিমান চালাচ্ছেন, কেউ আদালতে মামলা লড়ছেন, আবার কেউ প্রশাসনিক কর্তা। ইটভাটা কিংবা রাস্তায় কাজ করে এই নারীদের একাংশই ভবিষ্যৎ পৃথিবী গড়ার কাজে নেমেছেন। এমনই একদল নারী আজ মালদা রেলে একাধিক কাজে জড়িয়ে রাখলেন নিজেদের। তাঁদের মধ্যে যেমন লোকো পাইলট রয়েছেন, তেমনই রয়েছেন ইঞ্জিনিয়ারিং বিভাগের কর্মীরা। তাঁদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন রেলকর্তারাও।


এমনই দুই নারী লোকো পাইলট পিয়ালি রায় এবং প্রদীপ্তা ঘোষের চোখে এখন রাজধানী এক্সপ্রেস চালানোর স্বপ্ন। মালদা রেল ডিভিশনের ইঞ্জিনিয়ারিং বিভাগের মহিলা কর্মী সুপর্ণা সিংহ জানান, আজ নারী দিবস আজকের দিনে আমি বলতে চাই কোন কাজই ছোটো না নারীরা সব কাজ করতে পারে নারীদের এইভাবে এগিয়ে নিয়ে যেতে হবে।



মালদা রেল স্টেশনের সিনিয়র ডিএমই এস কে তিওয়ারি জানান, মালদা রেল ডিভিশনে মহিলারা কোনও অংশে পিছিয়ে নেই। আমাদের ডিভিশনের ২৩ জন মহিলা পাইলট আছে। পাশাপাশি কোচ মেইনটেনেন্স ও ইঞ্জিনিয়ারিং মেকানিক্যালে ৩৩ জন মহিলা রেলকর্মী রয়েছেন।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page