top of page

মাটি খুঁড়লেই বেরোচ্ছে পচা আলু, ক্ষতির মুখে চাষিরা

মাথায় হাত পড়ল চাষিদের। নিম্নচাপের জেরে শীতের মরশুমের অকাল বৃষ্টিতে পচন ধরল আলুতে। মহাজনের থেকে নেওয়া ঋণ শোধ করবেন কীভাবে তার কূলকিনারা পাচ্ছেন না পুরাতন মালদার চাষিরা।


মালদা জেলার আলু চাষের অন্যতম এলাকা পুরাতন মালদা। পুরাতন মালদা ব্লকের মহিষবাথানি ও ভাবুক গ্রামপঞ্চায়েত এলাকায় সবচেয়ে বেশি আলু চাষ হয়। এবছর আলু চাষের বীজ বপনের সময় আবহাওয়া যথেষ্ট অনুকূল ছিল। পরে দফায় দফায় বৃষ্টিতে ক্ষতির আশঙ্কা করছিলেন চাষিরা। সেই আশঙ্কায় সত্যি হল। এখনও বেশিরভাগ আলু চাষি আলু না তুললেও বেশ কিছু চাষি আলু তোলার কাজ শুরু করেছেন। আলু তুলতে গিয়ে দেখেন বৃষ্টিতে অর্ধেক আলু পচে গিয়েছে। পরিস্থিতি যা তাতে বড়োসড়ো ক্ষতির মুখে পড়েছেন মালদার আলুচাষিরা।


Potato-Farmers-facing-major-losses-in-malda
শীতের মরশুমের অকাল বৃষ্টিতে পচন ধরল আলুতে

এক চাষি ফেলানু রাজবংশী জানান, বৃষ্টিতে অর্ধেক আলু পচে গিয়েছে। খাব কী, আর ঋণ শোধ করব কীভাবে তা ভেবে পাচ্ছি না। একই বক্তব্য আরেক চাষি রঞ্জিত রাজবংশীর। তিনি জানান, শীতের বৃষ্টির জন্যই আলুর ফলন মার খেয়েছে। মাটির নীচে অর্ধেক আলুই পচে গিয়েছে। চাষ করতে ঋণ নিতে হয়েছিল। কীভাবে টাকা শোধ করব তা বুঝতে পারছি না।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন


Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page