দুষ্কৃতীদের খপ্পরে রোগীর আত্মীয়, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
top of page

দুষ্কৃতীদের খপ্পরে রোগীর আত্মীয়, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

ডাক্তার দেখাতে এসে নগদ টাকা সহ একাধিক নথিপত্র খোয়ালেন এক মহিলা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। ঘটনাকে কেন্দ্র করে ফের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।


জানা গিয়েছে, রতুয়া থানা এলাকার বাসিন্দা বিলকিস বিবি আজ দুপুরে তাঁর মা নুরবানা বেওয়াকে চিকিৎসার জন্য মালদা মেডিকেল কলেজের আউটডোরে নিয়ে আসেন। মাকে এক জায়গায় বসিয়ে তিনি রক্ত পরীক্ষার রিপোর্ট আনতে যাচ্ছিলেন। হঠাৎ লক্ষ্য করেন, তাঁর ব্যাগ ব্লেড দিয়ে কেউ বা কারা কেটে নগদ টাকা ও নথিপত্র নিয়ে পালিয়েছে।


woman-was-robbed-documents-cash-in-malda-medical-college
দুষ্কৃতীদের খপ্পরে পড়ে অসহায় পরিবার। সংবাদ চিত্র।

বিলকিস বিবি জানান,

কেউ বা কারা ব্লেড দিয়ে ব্যাগ কেটে দিয়েছে। ব্যাগে থাকা নগদ এগারোশো টাকা, প্যান কার্ড, আধার কার্ডের মতো আরও কিছু নথি নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। এখন তাঁরা কি করবেন বুঝে উঠতে পারছেন না। বিষয়টি তাঁরা হাসপাতালের নিরাপত্তারক্ষীদের জানাতে চলেছেন।

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page