লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু মহিলার
লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক মহিলার। মৃত মহিলার নাম মুঙ্গেস বিবি (৩৫)। বাড়ি হরিশ্চন্দ্রপুর থানা এলাকার তুলসীহাটা গ্রামপঞ্চায়েতের রাড়িয়াল গ্ৰামে। মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘাতক লরিটিকে আটক করা হলেও পলাতক গাড়ির চালক। ঘটনাটি ঘটেছে ৮১ নং জাতীয় সড়কের বাইপাসে।
মৃতার স্বামী মোহম্মদ সাহেব আলি জানান, রমজানের জন্য ভোরের খাওয়ার খেয়ে তাঁর স্ত্রী বাড়ির পাশে দাঁড়িয়ে ছিলেন। সেই সময় একটি হরিশ্চন্দ্রপুরগামী গম বোঝাই লরি পিছন থেকে এসে মুঙ্গেস বিবিকে ধাক্কা মারে। মুঙ্গেস বিবি রাস্তায় পড়ে গেলে লরিটি তাঁকে পিষে চলে যায়। চিৎকারে সাহেব ছুটে যান ঘটনাস্থলে। ঘাতক লরির পেছনে ধাওয়া করতে গিয়ে প্রাণে বাঁচেন তিনি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘাতক লরিটিকে আটক করা হয়েছে। তবে ঘটনার পর থেকে চালক পলাতক। তার খোঁজে পুলিশি তল্লাশি জারি রয়েছে। মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
[ আরও খবরঃ গাজোলে হাতেনাতে ধরা পড়ল কচ্ছপের মাংস বিক্রেতা ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments