top of page

গাজোলে হাতেনাতে ধরা পড়ল কচ্ছপের মাংস বিক্রেতা

গোপন সূত্রে খবর পেয়ে ক্রেতা সেজে এক কচ্ছপ বিক্রেতাকে গ্রেফতার করল বন দফতর। ধৃতের হেপাজত থেকে উদ্ধার হয়েছে পাঁচটি বড়ো মাপের কচ্ছপ এবং ১৪টি ছোটো কচ্ছপ। ধৃত ব্যক্তিকে আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।


বন দফতরের কাছে খবর ছিল, গাজোলের নয়াপাড়া এলাকার বিপুল বিশ্বাস নামে এক ব্যক্তি কচ্ছপের মাংস বিক্রি করছেন। এই খবর পাওয়ার পর ফাঁদ পাতে বন দফতর। ওই ব্যক্তির কাছে কচ্ছপ আছে, এই বিষয়ে নিশ্চিত হওয়ার পর ক্রেতা সেজে ওই বাড়িতে যান বন দফতরের রেঞ্জ অফিসার সহ বনকর্মীরা। এরপর হাতেনাতে ধরা হয় বিপুল বিশ্বাসকে। যদিও সুযোগ বুঝে অপর একজন পালিয়ে যায়। উদ্ধার করা হয় পাঁচটি বড়ো (১২ থেকে ১৫ কেজি ওজনের) কচ্ছপ এবং ১৪টি ছোটো (১ থেকে ২ কেজি ওজনের) কচ্ছপ।





আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comentarios


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page