৭২ কেজি গাঁজা সহ গ্রেফতার মহিলা ও গাড়ির চালক
৭২ কেজি গাঁজা সহ গ্রেফতার এক মহিলা ও গাড়ির চালক। আজ দুপুরে ঘটনাটি ঘটেছে গাজোল টোলপ্লাজা সংলগ্ন এলাকায়। যদিও জেলা পুলিশের পক্ষ থেকে এনিয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।
গাজোল টোলপ্লাজা সংলগ্ন এলাকায় একটি গাড়িকে আটক করে তল্লাশি চালিয়ে ১০টি গাঁজার প্যাকেট উদ্ধার করে পুলিশ। ১০টি প্যাকেট থেকে মোট ৭২ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ডিএসপি ডিএনটি আজহারউদ্দিন খান। গ্রেফতার করা হয় ওই গাড়িতে থাকা মহিলা ও চালককে। ধৃত মহিলার নাম রত্না সরকার (৩৫)। বাড়ি কোচবিহারের মাথাভাঙা থানার নিশিগঞ্জে। গ্রেফতার করা হয়েছে গাড়ির চালক মোহম্মদ সালামকেও। ধৃত চালকের বাড়ি ফালাকটা থানার এথেলবাড়ি এলাকায়।
গাজোল থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত মহিলার স্বামী গাঁজা পাচার চক্রের সঙ্গে জড়িত ছিল। বর্তমানে সে জেল হেপাজতে রয়েছে। ধৃত মহিলা উদ্ধার হওয়া গাঁজা কোচবিহার থেকে রানাঘাটে নিয়ে যাচ্ছিল।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comentarios