top of page

স্ত্রীর গলা কেটে খুন, গ্রেফতার স্বামী

শাশুড়ির অবৈধ সম্পর্কের প্রতিবাদ করে স্বামীর হাতে খুন হতে হল স্ত্রীকে। অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার যাত্রাডাঙ্গা এলাকায়।


প্রতীকী ছবি।

মৃত গৃহবধূর নাম রুপালি বিবি (২৫)। জানা গিয়েছে, পুরাতন মালদার যাত্রাডাঙ্গা এলাকার বাসিন্দা রুকসাদ আলির সঙ্গে বিয়ে হয় রুপালি বিবির। রুপালি বিবি, রুকসাদের চতুর্থ স্ত্রী। অভিযোগ, রুকসাদের আগের তিন স্ত্রীর সঙ্গেও ঝামেলা ছিল শাশুড়ির। কয়েকদিন আগেই শাশুড়ির অবৈধ সম্পর্কের কথা জানতে পারে রুপালি বিবি। সেই ঘটনার প্রতিবাদ করায় রুকসাদ চাকু দিয়ে গলা কেটে খুন করে রুপালি বিবিকে। এই ঘটনায় রুকসাদ আলিকে গ্রেফতার করে মালদা থানার পুলিশ।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page