এল ২৯ হাজার ডোজ ভ্যাকসিন, শীঘ্রই শুরু ১৮-৪৫ টিকাকরণের কাজ
গতকাল মালদায় ২১ হাজার ডোজ কোভিশিল্ড ও ৮ হাজার ডোজ কো-ভ্যাকসিন এসে পৌঁছেছে৷ খুব তাড়াতাড়ি মালদা জেলায় ১৮ থেকে ৪৫ বছর বয়সীদের করোনা ভ্যাকসিন দেওয়া হবে, জানাল মালদা জেলা স্বাস্থ্য দফতর৷
প্রথম দিকে সাধারণ মানুষের মধ্যে করোনা ভ্যাকসিন নেওয়ার প্রবণতা দেখা না গেলেও করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশ জুড়ে মৃতের সংখ্যা বাড়তে থাকায়, মানুষের মধ্যে ভ্যাকসিন নেওয়ার প্রবণতা দেখা দিয়েছে৷ মালদা জেলাতেও গত কয়েক সপ্তাহে ভ্যাকসিন নেওয়ার প্রবণতা লক্ষ্য করা গিয়েছে৷ এখনও পর্যন্ত প্রথম সারির করোনা যোদ্ধা ছাড়া ৪৫ বছরের বেশি মানুষদের টিকাকরণ হচ্ছে৷ খুব শীঘ্রই ১৮ থেকে ৪৫ বছর বয়সীদের টিকাকরণের কাজ শুরু হবে৷
[ আরও খবরঃ মৃতদেহ ভেসে আসার আশঙ্কায় গঙ্গায় নজরদারি পুলিশের ]
জেলার অতিরিক্ত স্বাস্থ্য আধিকারিক সব্যসাচী চক্রবর্তী জানান, গত জানুয়ারি মাস থেকে জেলাতেও কোভিড ভ্যাকসিন দেওয়ার কাজ চলছে৷ এখনও পর্যন্ত প্রায় ৯০ শতাংশ স্বাস্থ্যকর্মী ও প্রথম সারির করোনা যোদ্ধাদের ভ্যাকসিন দেওয়া হয়েছে৷ ভ্যাকসিন পেয়েছে আরও ১ লক্ষ ৬৫ হাজার (৪৫ বছরের বেশি বয়সী) মানুষ৷ খুব দ্রুত ১৮ থেকে ৪৫ বছর বয়সীদের ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হবে৷ গতকাল মালদা জেলায় ২১ হাজার ডোজ কোভিশিল্ড ও ৮ হাজার ডোজ কো-ভ্যাকসিন এসে পৌঁছেছে৷ এর মধ্যে ৩ হাজার ডোজ কো-ভ্যাকসিন রেলকর্মীদের জন্য বরাদ্দ রয়েছে৷
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
コメント