মৃতদেহ ভেসে আসার আশঙ্কায় গঙ্গায় নজরদারি পুলিশের
উত্তরপ্রদেশ ও বিহারের নদীতে দেহ ভেসে থাকার ছবিতে কার্যত তোলপাড় গোটা দেশ। সেই সমস্ত মৃতদেহ গঙ্গায় ভেসে আসতে পারে এমন আশঙ্কায় গতকাল নবান্নের তরফে মালদা জেলা প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়৷ সেই নির্দেশ অনুযায়ী গঙ্গা নদী সংলগ্ন চরগুলিতে নজরদারি শুরু করেছে পুলিশ প্রশাসন। সকাল থেকে মানিকচক ও ভূতনি এলাকায় পুলিশি তৎপরতা দেখা গিয়েছে।
এপ্রসঙ্গে ডেপুটি পুলিশসুপার (সদর) প্রশান্ত দেবনাথ বলেন, সরকারি নির্দেশ অনুযায়ী পুলিশ তৎপর রয়েছে৷ গঙ্গায় কোনও মৃতদেহ দেখা গেলে সরকারি নির্দেশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে৷ মূলত মানিকচক ও ভূতনিতেই গঙ্গায় বেশি নজরদারি চালানো হচ্ছে৷ বিপর্যয় মোকাবিলা দফতরের পাশাপাশি মাঝিদের সংগঠনের সঙ্গেও কথা বলা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রশাসন তৈরি রয়েছে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments