top of page

শিলাবৃষ্টিতে বিপন্ন চাষিদের ক্ষতিপূরণের আশ্বাস নতুন বিধায়কের

কালবৈশাখীর ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষিজমিগুলি পরিদর্শন করলেন নব নির্বাচিত বিধায়ক নীহাররঞ্জন ঘোষ। ক্ষতিগ্রস্ত চাষিদের সরকারিভাবে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেন তিনি।


গত পরশু রাত থেকে নিম্নচাপের ঝড়বৃষ্টিতে চাঁচল, মালতিপুর, হরিশ্চন্দ্রপুর সহ একাধিক ব্লকে কয়েক কোটি টাকার ফসল নষ্ট হয়। আজ ক্ষতিগ্রস্ত চাষের জমি পরিদর্শনে যান চাঁচলের নব নির্বাচিত বিধায়ক নীহাররঞ্জন ঘোষ। এদিন তিনি চাঁচল বিধানসভার অলিহোন্ডা, মতিহারপুর, আশাপুর, কলিগ্রাম সহ ক্ষতিগ্রস্ত বিস্তীর্ণ এলাকার চাষের জমি পরিদর্শন করেন। বিধায়কের সঙ্গে ছিলেন চাঁচল ১ ব্লকের কৃষি অধিকর্তা দীপঙ্কর দে, চাঁচল পঞ্চায়েত সমিতির সদস্য অমিতেশ পাণ্ডে সহ অন্যান্যরা।নীহারবাবু বলেন, চাঁচল বিধানসভা এলাকার মানুষ কৃষি নির্ভর। গতকালের ভয়াবহ ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে ফসলে। চাঁচল ১ ব্লকের কৃষি অধিকর্তার দীপঙ্কর দের সঙ্গে আজ ক্ষতিগ্রস্ত চাষের জমিগুলি পরিদর্শন করলাম। ক্ষতিগ্রস্তদের বাংলা শস্য বীমা যোজনার মাধ্যমে ক্ষতিপূরণ দেওয়া হবে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comentários


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page