গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী গৃহবধূ
অবৈধ সম্পর্কের অভিযোগ সহ্য করতে না পেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে চাঁচল থানার কলিগ্রাম গ্রামপঞ্চায়েতের নূরগঞ্জ এলাকায়।
মৃত গৃহবধূর নাম ছবি বিবি (২২)। জানা গিয়েছে, তিন বছর আগে সামাজিক মতে নূর আলমের সাথে বিয়ে হয় ছবি খাতুনের। অভিযোগ, কয়েকদিন দিন আগে এলাকারই এক যুবক ওই গৃহবধূর মোবাইলে বিভিন্ন ধরনের মেসেজ পাঠায়। সেই মেসেজ স্বামী নূর আলমের চোখে পড়ে। এনিয়ে পারিবারিক অশান্তি সৃষ্টি হয়। পাঁচদিন আগে ওই গৃহবধূকে বাবার বাড়িতে রেখে চলে আসে তাঁর স্বামী। এরপর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন ওই গৃহবধূ। আজ সকালে তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
মৃত গৃহবধূর এক আত্মীয় জানান, এক যুবক ছবি বিবির মোবাইলে মেসেজ পাঠাত। তা দেখেই স্বামীর সন্দেহ হয়। স্বামীর অভিযোগ মেনে নিতে না পেরেই আত্মহত্যা করেছে ছবি বিবি। ওই যুবকের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হবে।
[ আরও খবরঃ নতুন মন্ত্রী জেলায় ফিরতেই সংবর্ধনা ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments