বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দেওয়াল লিখন, রাজনৈতিক চর্চা
top of page

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দেওয়াল লিখন, রাজনৈতিক চর্চা

বহিরাগত বিজেপি প্রার্থীকে ভোট না দেওয়ার আহ্বানে দেওয়াল লিখন বিজেপি ওয়ার্ড কমিটির। যদিও বিরোধীরা এই ঘটনা ঘটিয়েছে বলে দাবি জেলা বিজেপি নেতৃত্বর। ইংরেজবাজার পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের দেওয়াল লিখনকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা।


ওই ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী বিদায়ী কাউন্সিলর রুনু দাস। অন্যদিকে, সেখানে বিজেপি প্রার্থী হয়েছেন ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রোহিত হালদার। আজ সকালে দেখা যায় “বহিরাগত বিজেপি প্রার্থীকে একটিও ভোট নয়। সৌজন্যে ১৯ নম্বর বিজেপি ওয়ার্ড কমিটি।” এমন দেওয়াল লিখন হয়েছে ওই ওয়ার্ডে।



দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি পার্থসারথি ঘোষ বলেন, প্রার্থী নিয়ে একটা অসন্তোষ ছিল। তবে এখন তা মিটে গেছে। বিরোধীরা এই ঘটনা ঘটিয়ে বিজেপির মধ্যে বিভেদ আনার চেষ্টা করছে। জেলা তৃণমূলের সহ-সভাপতি জয়ন্ত দাস বলেন, গোষ্ঠী কোন্দলে জর্জরিত বিজেপি। কেবলমাত্র এই ওয়ার্ড নয়, সারা বাংলায় বিজেপির মধ্যে গোষ্ঠী কোন্দল চলছে। তারই বহিঃপ্রকাশ এই দেওয়াল লিখন। এখন নিজেদের গোষ্ঠী কোন্দল লুকোতে তৃণমূলের ঘাড়ে দোষ চাপানো হচ্ছে।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page