সবজি বিক্রেতা খুন, তদন্তে পুলিশ
জমি থেকে সবজি বিক্রেতার রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল রতুয়ায়। মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

মৃত ব্যক্তির নাম হেমন্ত মণ্ডল (৩৫)। বাড়ি রতুয়া ১ ব্লকের কাহালা গ্রামপঞ্চায়েতের নরোত্তমপুর দিয়ারা গ্রামে। জানা গিয়েছে, মঙ্গলবার সকালে হেমন্ত সাইকেলে করে সবজি বিক্রি করতে বেরিয়েছিলেন। পরে তার বাড়ি থেকে প্রায় দুশো মিটার দূরে গমের জমিতে হেমন্তের রক্তাক্ত মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রতুয়া থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়।
রতুয়া থানা সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় এখনও পুলিশে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। তবে ঘটনার তদন্তে পুলিশ এক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments