স্ত্রীর মর্যাদা পেতে ধরনায় যুবতি, কাঠগড়ায় তৃণমূল নেতা
স্ত্রীর মর্যাদা পেতে তৃণমূল নেতার বাড়ির সামনে ধরনায় বসল এক যুবতি। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের মহেন্দ্রপুর গ্রামপঞ্চায়েতে। ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছে ওই তৃণমূল নেতা।
মহেন্দ্রপুর গ্রামের স্থানীয় বাসিন্দা রুস্তম আলি, এলাকায় তৃণমূলের নেতা বলে পরিচিত। জানা গিয়েছে, কয়েক বছর আগে চাঁচল থানা এলাকার এক যুবতির সাথে সামাজিক মতে বিয়ে হয় রুস্তমের। তাঁদের এক ছেলে ও এক মেয়ে। বছর খানেক আগে স্ত্রীর সঙ্গে বচসা শুরু হলে বাবার বাড়িতে চলে যায় স্ত্রী। স্ত্রীকে ডিভোর্স দেওয়ার কথা বলে সমাজ ও স্থানীয় লোকদের জানিয়ে তিন মাস আগে রুস্তম বিহারের আজমনগরের এক যুবতিকে ফের বিয়ে করে। ১৫ দিন পর্যন্ত স্বামীর বাড়িতে থাকার পর বাবার বাড়ি যায় ওই যুবতি। অভিযোগ, আজ সকালে ওই যুবতি বাড়ি ফিরে এলে বাড়ি থেকে ওই যুবতিকে মারধর করে তাড়িয়ে দেয় রুস্তম। বিষয়টি জানাজানি হতেই স্থানীয় বাসিন্দারা রুস্তমের সঙ্গে কথা বললে রুস্তম জানায় সে ওই যুবতিকে তালাক দিয়েছে। এরপরেই স্ত্রীর মর্যাদা পেতে স্বামীর বাড়ির সামনে ধরনায় বসেন যুবতি।
[ আরও খবরঃ শুভেন্দুর পোস্টারে কালি মাখিয়ে জুতো মারল তৃণমূল! ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
댓글