আগামীকাল শুরু হবে করোনা টিকাকরণ
জেলায় গত বুধবার সন্ধেয় পৌঁছেছিল করোনা ভ্যাকসিন ‘কোভিশিল্ড’। করোনার টিকার ২২ হাজার ডোজ রাখা হয়েছিল মালদা মেডিকেল কলেজের ক্যাম্পাসে জেলা স্বাস্থ্য দফতরের ভ্যাকসিন স্টোরে। আজ সেই টিকা গেল ব্লকে ব্লকে। আজ কঠোর পুলিশি নিরাপত্তায় কোভিশিল্ড পৌঁছল হরিশ্চন্দ্রপুরেও। আগামীকাল থেকে শুরু হবে টিকাকরণের কাজ।
স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে মোট ৭৬ ভায়েল ভ্যাকসিন এসে পৌঁছেছে। একটা ভায়েল থেকে ১০ জনকে টিকা দেওয়া যাবে। অর্থাৎ হরিশচন্দ্রপুরে মোট ৭৬০ জন টিকা গ্রহণের সুযোগ পাবেন।
ডাক্তার ছোটন মণ্ডল জানান, আজকে আমরা ৭৬ ভায়েল কোভিশিল্ড রিসিভ করেছি। মালদা মেডিকেল কলেজের স্টোর থেকে পুলিশি নিরাপত্তায় এই ভ্যাকসিন এসে পৌঁছেছে। সরকার থেকে প্রত্যেক নাগরিককে ভ্যাকসিন দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। তবে প্রথম সারির করোনা যোদ্ধাদের প্রথমে টিকাকরণ হবে। অর্থাৎ স্বাস্থ্যকর্মীদের প্রথমে টিকা দেওয়া হবে। স্বাস্থ্য দফতরের সবুজ সংকেত মিললেই আগামীকাল থেকে টিকাকরণের কাজ শুরু হবে।
Comments