top of page

কলেজে ভরতি হতে না পেরে অধ্যক্ষের ঘরে বিক্ষোভ পড়ুয়াদের

কলেজে ভরতি না হতে পেরে ভারপ্রাপ্ত অধ্যক্ষের ঘরে অবস্থান বিক্ষোভ পড়ুয়াদের। দীর্ঘক্ষণ অবস্থান বিক্ষোভের পর অধ্যক্ষের হাতে একটি স্মারকলিপি তুলে দেন উচ্চমাধ্যমিক উত্তীর্ণ পড়ুয়ারা।


বিক্ষোভকারী পড়ুয়াদের দাবি, উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হওয়ার পর আর্থিক অভাবের কারণে তাঁরা অনলাইনে কলেজে ভরতি হতে পারেননি। কলেজে পড়ুয়াদের আসন ভরতি না হলেও ওয়েবসাইট বন্ধ হয়ে যায়। বাধ্য হয়ে আজ তাঁরা কলেজের অধ্যক্ষের ঘরের সামনে অবস্থান বিক্ষোভ করছেন। এক বিক্ষোভকারী পড়ুয়া মঞ্জিরুল ইসলাম বলেন, আর্থিক অভাবে সময়মতো তাঁরা অনলাইনে ফর্ম ফিল-আপ করতে পারেননি। কলেজের আসন সংখ্যা পরিপূর্ণ না হলেও ওয়েবসাইটে ভরতি প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। কলেজে ভরতি না হতে পারলে তাঁদের একটা বছর নষ্ট হয়ে যাবে। তাই তাঁরা ভরতির দাবিতে বিক্ষোভ প্রদর্শন করছেন। এনিয়ে তাঁরা একটি স্মারকলিপি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের হাতে তুলে দিয়েছেন।



চাঁচল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজিতকুমার বিশ্বাস জানান, সরকারি গাইড লাইন অনুসারেই ভরতি প্রক্রিয়া চলেছে। এতে তাঁদের কিছু করার নেই। পড়ুয়াদের সমস্যার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page