শনিবার জেলায় করোনা আক্রান্ত আরও দুই
top of page

শনিবার জেলায় করোনা আক্রান্ত আরও দুই

শনিবার পশ্চিমবঙ্গ সরকারের কোভিড-১৯ হেলথ বুলেটিনে প্রকাশিত তথ্যে মালদা জেলার স্থান উত্তরবঙ্গে দ্বিতীয়। প্রথম স্থানে আছে উত্তর দিনাজপুর, সেখানে আক্রান্তের সংখ্যা শুক্রবার পর্যন্ত ১৯২ জন।


স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মালদায় কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন আরও দু’জন। শনিবার রাত সাড়ে ১০টা পর্যন্ত মালদা মেডিকেল কলেজে ৮৩৬টি নমুনার পরীক্ষায় মাত্র দু’জনের রিপোর্ট ‘পজিটিভ’ পাওয়া যায়। দুটিই মালদা জেলার। আরও ৬১টি নমুনার পরীক্ষা পর্ব এখনও শেষ হয় নি। নতুন করে করোনা আক্রান্তদের স্বাস্থ্যবিধি মেনে যথাযথ চিকিৎসার প্রক্রিয়া শুরু হয়েছে৷ জেলায় মোট সংক্রামিতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩৯।


মেডিকেল কলেজের পরীক্ষাগারে ‘ব্যাকলগ’-এর সংখ্যা এদিন ২,৩৫৬টি। যা অন্যান্য দিনের তুলনায় অনেকটাই কম। মালদা মেডিকেল কলেজের ভাইরোলজি বিভাগে এখন পর্যন্ত ১৫,১২৯টি লালারসের নমুনা পরীক্ষা করা হয়েছে৷


Covid19 Positive

সংবাদের সত্যতা যাচাই করে দ্রুততার সাথে এই পোস্টটি আপডেট করার কাজ চলছে...




বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page