top of page

ডাকাতির আগে পুলিশের জালে দুই

ডাকাতির ছক বানচাল করল ইংরেজবাজার থানার পুলিশ। ডাকাতির আগেই আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ পুলিশের জালে ধরা পড়ল দুই দুষ্কৃতী। ধৃতদের আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।




ধৃতদের নাম হায়দার শেখ (২৫) ও মীর সফিউদ্দিন (৩২)। ওই দুইজনের বাড়ি মোথাবাড়ি থানা এলাকার কমলপুর অঞ্চলের নয়াবস্তি ও মীরপাড়া এলাকায়। ধৃতদের হেপাজত থেকে উদ্ধার হয়েছে একটি মোটরবাইক, একটি দেশী পাইপগান ও দু’টি তাজা কার্তুজ। ইংরেজবাজার থানার পুলিশের অনুমান, ধৃতরা মোটরবাইক করে অসামাজিক কার্যকলাপ সংগঠিত করতে যাচ্ছিল।




Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page