top of page

দেগুনে ছাত্রীর মৃতদেহ উদ্ধারের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার দুই

ছাত্রীর পচাগলা মৃতদেহ উদ্ধারের ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই দুই যুবককে গ্রেফতার করল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। মৃত ছাত্রীর মোবাইলের সূত্রে ধরে শাহাবুল হক ও শামীম আক্তার নামে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।


two-arrested-within-24-hours-of-retrieving-the-student-body

উল্লেখ্য, গতকাল সকালে ধানের জমিতে গর্ত করার সময় একটি হাত বেরিয়ে থাকতে দেখেন চাষিরা। শনাক্ত করার পর জানা যায় মৃতদেহটি দশম শ্রেণির ছাত্রী মেহেরুন খাতুনের। পুলিশ সূত্রে খবর, মুখ থেঁতলে খুন করার পরে মাটিতে গর্ত খুঁড়ে তার দেহ পুঁতে দেওয়া হয়েছিল। মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। মেহেরুনের মোবাইলের সূত্র ধরে দুই যুবকের খোঁজ পায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। ওই দুই যুবককে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জিজ্ঞাসাবাদে ওই দুই যুবক পুলিশকে জানায়, মাস তিনেক আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মেহেরুনের সঙ্গে পরিচয় হয় শাহাবুলের।


হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ জানিয়েছে, ধৃত দুই যুবককে জেলা আদালতে পেশ করা হয়েছে।



টপিকঃ #মৃতদেহউদ্ধার

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page