পুলিশের জালে দুই মোবাইল চোর, উদ্ধার ৩০টি মোবাইল
গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে ৩০টি চোরাই মোবাইল সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করল গোলাপগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ। ধৃতদের নাম লালন শেখ (২২) ও সাবির শেখ (২৫)। ধৃতরা উভয়ের কালিয়াচকের বাসিন্দা। ধৃতদের হেপাজত থেকে উদ্ধার করা হয়েছে একটি মোটরবাইকও। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে। ধৃতদের পুলিশি হেপাজতের আবেদনে আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
মালদা জেলার টাটকা নিউজ এখন আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে। বিনামূল্যে পড়তে এখানে ক্লিক করুন
Comments