ফের অস্ত্র উদ্ধার মোথাবাড়িতে
ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার মোথাবাড়িতে। গতকাল দুটি মাসকেট উদ্ধারের পর এবার উদ্ধার পাইপ গান সহ কার্তুজ। এই ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের আজ পুলিশি হেপাজতের আবেদনে জেলা আদালতে পেশ করা হয়েছে। ধৃতদের নাম, সফিকুল শেখ (৩৫) ও আজিজুর শেখ (৪৪)। বাড়ি কালিয়াচকের বিননগর এলাকায়।
মোথাবাড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল গভীর রাতে মোথাবাড়ি থানার পাগলাঘাট এলাকায় দেয় পুলিশের একটি দল। ওই এলাকা থেকে দুই ব্যক্তিকে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় চারটি পাইপগান ও চার রাউন্ড কার্তুজ। পুলিশের প্রাথমিক অনুমান, ধৃতরা আগ্নেয়াস্ত্রগুলি বিক্রি করার জন্য পাগলাঘাট এলাকায় এসেছিল। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেপাজতের আবেদনে আজ তাদের জেলা আদালতে পেশ করা হয়েছে।
[ আরও খবরঃ সোনার দোকানে চুরি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন স্থানীয়দের ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comentarios